সেনাবাহিনীর স্কোয়াড দল, কোস্টগার্ড, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ জন ডুবুরি ১৯ ঘন্টা পর শিক্ষানবীশ সেনা কর্মকর্তা আসিফ হোসাইন নিশানের (২০) লাশ গতকাল মঙ্গলবার বেলা ১১ টা ৫৫ মিনিটে নদীর তলদেশ থেকে উদ্ধার করেছেন। আসিফ আনোয়ারার তৈলারদ্বীপে শীতকালীন মহড়ায় (প্রশিক্ষণ) এসে গত সোমবার বিকাল ৫ টায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় সাঙ্গু নদীর জেলেপাড়ার আশপাশে অপেক্ষমান আসিফের স্বজন, সেনা কর্মকর্তা ও সদস্য ছাড়াও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আসিফ নিখোঁজ হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনা বাহিনী চট্টগ্রামের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধার কাজ মনিটরিং ও উদ্ধার না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করেন। উদ্ধার কাজে সার্বিক সহযোগিতায় করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ,সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির,থানারওসি দিদারুল ইসলাম, ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন, আবদুল আজিজসহ স্থানীয়রা।
আসিফের খালাতো ভাই আবদুল্লাহ্ আল মাহমুদ জানান,গত দেড় বছর আগে আসিফ হোসাইন সেনা বাহিনীতে ৮২ ব্যাচ ক্যাডেট হিসেবে যোগদান করেন। তাঁর পিতা আনোয়ারুল ইসলামও সেনাবাহিনীর ইউডিসির রেকর্ড শাখার কর্মকর্তা। তিনি পরিবারের একমাত্র ছেলে। তাঁর রয়েছে ২ বোন। নগরীর হালিশহরে তাদের বাসা। তিনি আরো জানান, গতকাল মঙ্গলবার আছরের নামাজের পর হালিশহর ক্যান্টনমেন্ট মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদে এশা মীরসরাইয়ের ইছাখালী গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সেনা বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়-সোমবার বিকেলে সহকর্মীর সঙ্গে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে সেনাবাহিনীর বিএমএ’র ক্যাডেট আসিফ নামে এক কর্মকর্তা নিখোঁজ হন। ঘটনার ১৯ ঘন্টা পর নিখোঁজ ক্যাডেটের উদ্ধারকৃত লাশ সেনাবাহিনী তাঁর পরিবারের কাছে হস্থান্তর করেছে।