নিখোঁজ ব্যক্তিদের স্বজনের ছোটাছুটি

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৬ জুন, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বিএম ডিপোতে কর্মরত ২৪ বছর বয়সী শ্রমিক রুবেলকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। গত শনিবার রাতে অগ্নিকাণ্ডের সময় রুবেল ডিপোতে কর্মরত ছিল বলে দাবি পরিবারের। গতকাল সকাল থেকেই ডিপোর প্রধান ফটকে দাঁড়িয়ে রুবেলকে খুঁজে বেড়াচ্ছেন তার ভাই শাহজাহান। তিনি বলেন, শনিবার রাতে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার আগে কাজ করছিল আমার ভাই রবেল।

বিস্ফোরণের পর দ্রুত সেখানে গিয়ে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। তিনি বলেন, সারা রাত তাকে খুঁজেছি। চমেক হাসপাতালে গিয়ে লাশঘরে গিয়েও খোঁজ করেছি, কিন্তু পাইনি। জানি না, আমার ভাই আদৌ বেঁচে আছে নাকি পুড়ে গেছে।

ডিপোর প্রধান ফটকের সামনে দেখা যায়, তার মতো আরো অনেকে নিখোঁজ। তাদের স্বজনরা ছোটাছুটি করছেন। অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তি বা কারো মরদেহ ডিপো থেকে বের করলেই তারা হুমড়ি খেয়ে পড়ছেন।

ডিপোর আইসিটি দপ্তরের তত্ত্বাবধায়ক আবদুস সোবাহানকে বিস্ফোরণের পর থেকেই খুঁজে পাচ্ছেন না তার স্বজনেরা। একইভাবে ডিপোতে আইটি অফিসার হিসেবে কর্মরত রুবেল চৌধুরীকেও ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছে না। রুবেল চৌধুরী বাঁশখালীর বাসিন্দা। তিনি কর্মসূত্রে দীর্ঘদিন সীতাকুণ্ডের অলিনগর কেশবপুর এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডিপোতে রাসায়নিক রাখা নিয়ে প্রশ্ন
পরবর্তী নিবন্ধগ্যাসের দাম বাড়ল ২২.৭৮%