নিউ সাধু মিষ্টি ভাণ্ডার ও জেনুইন সুইটসসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, রাস্তার ওপর মালামাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

পৃথক দুটি অভিযানে বিভিন্ন অপরাধে দুটি মিষ্টির দোকানসহ ১৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল পরিচালিত অভিযান দুটোতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে লালদীঘি পাড়ের নিউ সাধু মিষ্টি ভাণ্ডারকে ১০ হাজার টাকা ও বঙিরহাটের জেনুইন সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেন চৈতী সর্ববিদ্যা। একই অভিযানে চুক্তি বাতিল হওয়ার পরও অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার অপরাধে নিউ মার্কেট ও আগ্রাবাদ এলাকার পাঁচ দোকানদারকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অপর অভিযানে ডবলমুরিং থানাধীন ডিটি রোডের মনছুরাবাদ এলাকায় ফুটপাত ও রাস্তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন মনীষা মহাজন।

পূর্ববর্তী নিবন্ধসিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিন
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের খাবার বিতরণ