নিউ ইয়র্কে বাড়ির সামনে বাংলাদেশিকে গুলি করে হত্যা

| বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজের বাড়ির সামনে খুন হয়েছেন এক বাংলাদেশি। ব্রুকলিনের ফোরবেল স্ট্রিটে গতকাল বুধবার প্রথম প্রহরে এই হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। নিহতের নাম মোদাসসার খোন্দকার (৩৬)। তিনি বাংলাদেশ থেকে যাওয়া বলে উল্লেখ করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনগুলোতে। খবর বিডিনিউজের। মোদাসসার জন এফ কেনেডি বিমানবন্দরের কর্মী ছিলেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি।
সিবিএস নিউজ জানিয়েছে, রাত পৌনে ১টার দিকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে গিয়ে মোদাসসারকে অচেতন অবস্থায় পায়। তার মাথায় গুলি করা হয়েছিল। নিজের গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মোদাসসারকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা মোদাসসারকে গুলি করেছিল কিংবা কী কারণে করেছিল, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, তারা কেবল একটি গুলির শব্দই পেয়েছিল। মোহাম্মদ কায়সার নামে স্থানীয় একজন বলেন, গত কয়েক সপ্তাহে আমি একাধিকবারই গুলির আওয়াজ পেয়েছি। আজ যখন আমি গাড়ি পার্ক করছিলাম, তখন পুলিশ এসে জিজ্ঞাসা করল, আমি কিছু শুনেছি কি না? আমি বলেছি, হ্যাঁ।
খায়রুল ইসলাম খোকন নামে স্থানীয় একজন বলেন, গাড়ি ছিনতাইয়ের জন্য মোদাসসারকে হত্যা করা হয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, বন্দুকের সহিংসতা বেড়েই চলেছে, এটা বন্ধ হওয়া প্রয়োজন। মোদাসসারকে খুন করে পালিয়ে গেলেও তার গাড়িটি নেয়নি দুর্বৃত্তরা।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সম্মেলন
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতা ফারুক মাহমুদ স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভা