নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় একটি ১৮ তলা অ্যাপার্টমেন্ট ভবনের অংশবিশেষ সম্ভাব্য গ্যাস বিস্ফোরণে ধসে পড়েছে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, বিস্ফোরণে ভবনের সঙ্গে যুক্ত একটি ইনসিনারেটর শ্যাফট ধসে পড়ে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেন, তিনি ঘটনাটি জানেন এবং উদ্ধার তৎপরতার ওপর নজর রাখছেন। নিরাপত্তার জন্য সবাইকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।