নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে প্রথমবারের মতো গাইবে অ্যাশেজ

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ড ‘অ্যাশেজ’। ঐতিহাসিক এই স্থানে দলটি পারফর্ম করবে আগামী ৫ অক্টোবর। কনসার্টের জন্য ‘অ্যাশেজ’ উড়াল দিচ্ছে আগামীকাল শুক্রবার। কনসার্ট শেষ করে ৯ অক্টোবর দেশে ফিরবে দলটি। এটি তাদের যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সফর। খবর বিডিনিউজের।

উচ্ছ্বাস প্রকাশ করে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান বলেন, কুইন্স থিয়েটারে আমরা একক শো করতে যাচ্ছি। আমরা খুব এক্সাইটেড। এই জায়গার কথা অনেক শুনেছি। আমরা অপেক্ষায় সেখানকার দর্শকদের সেরা মুহূর্ত উপহার দিতে। তিনি বলেন, দেশে ও দেশের বাইরে দলটির কনসার্টের সংখ্যা আগে থেকে বেড়েছে। গেল জুলাইয়ে কানাডার পাঁচটি শহরে কনসার্ট করেছে দলটি।

কুইন্স থিয়েটার নিউ ইয়র্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত মঞ্চটি মূলত আঞ্চলিক ও কমিউনিটি থিয়েটারের জন্য ব্যবহৃত হত। ১৯৯৩ সালে এটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করে আরও সুবিধাসম্পন্ন মঞ্চে রূপান্তর করা হয়।

চলতি বছরের শেষে নতুন অ্যালবাম আনতে যাচ্ছে ‘অ্যাশেজ’। দশটি গান দিয়ে সাজানো এই অ্যালবামের শিরোনাম ‘বিভ্রম’। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান (বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)

২০০৬ সালে যাত্রা করে ‘অ্যাশেজ’ ব্যান্ড। গান ও স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন বয়সের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ব্যান্ডটি। অ্যাশেজের ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ শিরোনামের দুটি অ্যালবাম রয়েছে। এই দুই অ্যালবামের ‘উড়ে যাওয়া পাখির চোখে’, ‘তুমি আয়না দেখ না’, ‘তারাবাতি’, ‘সে আমারে’, ‘আমার দিকে তাকিয়ে সে’, ‘ছারপোকা’, ‘আয়না’ ‘ধুলোবালি’সহ আরো কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে পরীমনি
পরবর্তী নিবন্ধইউক্রেনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টির পর হড়কা বান, নিহত ৯