নিউমার্কেটের সড়ক ও ফুটপাত উচ্ছেদ চসিকের

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:১৮ অপরাহ্ণ

নগরের ব্যস্ততম নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারমুক্ত করছে চসিক। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে সঙ্গে সঙ্গে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। এ সময় সিএমপির ২০০ পুলিশ, ৩০ জন র‌্যাব সদস্য, ২০০ শ্রমিক, বিপুল সংখ্যক চসিকের নিরাপত্তাকর্মী, আনসার অংশ নেন।

অভিযানে সড়ক ও ফুটপাতে হকারদের বাঁশ, চৌকি, খাট, টেবিল জব্দ করে চসিকের গাড়িতে তোলা হয়।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান চলছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছেন। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মিনিবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় পথের ধারে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ