আমরা ছোট বেলায় সংবাদপত্র রচনায় পড়েছিলাম ‘সংবাদপত্র হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ’। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা, জনগণের সাথে সরকারের যোগাযোগের সেতুবন্ধন ও সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র জনগণের কাছে তুলে ধরার ব্যাপক কর্মযজ্ঞ সম্পাদন করে থাকে সংবাদপত্র। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ব বা পিলার সংবাদপত্র আজ এই শিল্পের প্রধান উপকরণ নিউজ প্রিন্টের অত্যধিক মূল্যবৃদ্ধিতে গভীর সংকটে পতিত। গতানুগতিকভাবে তোতা পাখির বুলির মত মিল মালিকরা নিউজ প্রিন্টের কাঁচামাল সংকটকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করে মূল্য বৃদ্ধির তকমা লাগিয়ে দিচ্ছেন।করোনা মহামারীর ধকল সংবাদপত্র এখনও সেরে উঠতে পারেনি, তার উপর নিউজ প্রিন্টের মূল্য বৃদ্ধি ও সংকটে সংবাদপত্র ও এই শিল্পের রুজি-রোজগারের সাথে জড়িত কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক সমাজ আজ উদ্বিগ্ন।
এমতাবস্থায়, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র শিল্পকে রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্র বিকশিত করার স্বার্থে বাঁচিয়ে রাখার জন্য দলমত নির্বিশেষে, বিশেষ করে সরকার, দেশের শিল্পপতি, ব্যবসায়ী মহল এবং পাঠক- শুভানুধ্যায়ীদের উদার ভাবে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
আবদুর রহিম
মতিয়ারপোল, কমার্স কলেজ রোড, চট্টগ্রাম।