ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই সাকিব। থাকবেন না নিউজিল্যান্ড সফরেও। কারণ যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে ছুটির আবেদন করেছিলেন সাকিব। তার আবেদনে সাড়া দিয়ে ছুটি মঞ্জুর করেছে বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা সাপেক্ষেই তাকে ছুটি দেওয়া হয়েছে। সাকিব যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তখন টিম বাংলাদেশ অবস্থান করবে নিউজিল্যান্ডে। কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ দল। কিন্তু পারিবারিক কারণে সেই বহরে থাকছেন না সাকিব। এরপরের সিরিজগুলোতে সাকিবকে পাওয়া যাবে বলে আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান সাকিব ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা মঞ্জুর করা হয়েছে। বাংলাদেশ দল যে সময় নিউজিল্যান্ডে অবস্থান করবে সে সময় সাকিবের ঘরে নতুন অতিথি আসবে। ফলে সিরিজটি তার পক্ষে খেলা সম্ভবপর হয়ে উঠবে না। তাই বিসিবি তাকে সিরিজ থেকে ছুটি দিয়েছে।