নিউজিল্যান্ড দুই-একজনের ওপর নির্ভরশীল দল না : উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। অন্যদিকে অনেকটা ভাগ্যের সহায়তাতেই সেমিতে উঠে আসে পাকিস্তান। তবে নিজেদের দিনে ভয়ংকর হয়ে উঠতে পারে পাকিস্তান। তাই তো সতর্ক কিউইরাও । কিন্তু ম্যাচের ফল বের করে আনতে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর ভরসা করে নেই নিউজিল্যান্ড। নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলগত পারফরম্যান্সটাই বেশি প্রাধান্য পাচ্ছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে।

বিশ্বকাপের শুরুটা অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে। তবে এরপরেই বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে মাঠেই নামতে পারেনি কিউইরা। তবে পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ইংল্যান্ডের কাছে আর এরপর আয়ারল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। গ্রুপ পর্বে খেলা চার ম্যাচের মধ্যে দুটিতে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন গ্লেন ফিলিপস । বাকি দুই ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে। ব্যাট হাতে ব্যাটাররা যেমন নিজেদের সেরাটা দিয়েছেন। অন্যদিকে বল হাতে মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন এবং টিম সাউদিরাও ছিলেন দুর্দান্ত। ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিং করে দলকে জিতিয়েছেন তারা। তাই তো ম্যাচের ফলাফলের জন্য নিউজিল্যান্ড নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করছে না। পাকিস্তানের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ প্রথম সেমিফাইনালের আগে এমনটাই জানিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

তিনি বলেন, এবারের বিশ্বকাপে সব দল সব দলকে হারাচ্ছে। সবাই দলগত পারফরম্যান্সের ওপর নির্ভর করেই খেলেছে। কোনো দলই কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করে খেলছে না। আর ফলাফল বের করে আনার জন্য প্রতিটি দলের প্রত্যেক খেলোয়াড়ের ভিন্ন ভিন্ন দায়িত্ব থাকে।

আমাদের দলের খেলোয়াড়দেরও ভিন্ন ভিন্ন দায়িত্ব আছে। আর আমরা সেভাবেই এখন পর্যন্ত খেলে আসছি। উইলিয়ামসন বলেন, আমরা প্রতিপক্ষ দেখে নিজেদের কৌশলে পরিবর্তন আনার চেষ্টা করি। আশা করছি এই ম্যাচেও আমরা নিজেদের মানিয়ে নিতে পারবো। আর আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী কিশোর ফুটবল লিগের খেলোয়াড় বাছাই আজ শুরু
পরবর্তী নিবন্ধতাসকিনকে আইপিএলে দেখছেন আকাশ চোপড়া