মিরপুর শের–ই বাংলায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে গতকাল বুধবার দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দলের অবস্থান ভালোই ছিল। যদিও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ের বেশ আগেই প্রথমদিনের খেলা শেষ হয়ে যায়। ফলে হয়েছে মাত্র ৫৭.৩ ওভার, যেখানে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে নুরুল হাসান সোহানের দল। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগারদের দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার। নাইম শেখ ৮২ রান করে ফিরে যাওয়ার আগে ২ রানের জন্য অর্ধ–শতক পাননি আরেক ওপেনার এনামুল হক বিজয় (৪৮)। তিনে নামা সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৫১ রান। বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৫ রানে। ঝুম বৃষ্টির কারণে দুপুরের পরই খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর বল মাঠে গড়ায়নি। তাই দিনের অনেক সময় বাকি থাকতেই শেষ হয়ে যায় আজকের খেলা। সবমিলিয়ে হয়েছে কেবল ৫৭.৩ ওভার। দিন শেষে অমিত হাসান অপরাজিত আছেন ১৬ রানে, তাকে সঙ্গ দেওয়া মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে এসেছে ১ রান। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিলেট অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে ৭০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল।