তিনি ছিলেন বাংলাদেশ দলের সেরা অধিনায়ক। কিন্তু এখন আর দলে নেই। তাই করোনাকালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে নেই মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ সময় দলের সাথে থাকার কারণে নিজের অভিজ্ঞতা থেকে বললেণ কন্ডিশন কঠিন হলেও ভাল করবে বাংলাদেশ। বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে অধিনায়ক ছিলেন মাশরাফি। এখনকার দলে না থাকলেও দল সম্পর্কে তার বেশ ধারনা রয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অতিথি হয়ে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি। সেখানে কথা বলেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে। মাশরাফি বলেন আমরা সবাই জানি নিউজিল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ । সঙ্গে সাকিব নেই বাংলাদেশ দলে । তবে দলের সবকিছু ইতিবাচক দেখছেন মাশরাফি। তিনি বলেন আমার বিশ্বাস দল ভালো করবে।
বাংলাদেশ দলের সফল অধিনায়খ বলেন সবাই জানি নিউজিল্যান্ডের কন্ডিশন কঠিন। আর এই অবস্থায় দলের উপর বেশি চাপ দেওয়া যাবেনা। আমরা যদি ক্রিকেটারদের চাপ থেকে মুক্ত করে দিতে পারি তাহলে আমি নিশ্চিত যে ওরা ভালো খেলতে পারবে। কারন দলটির ভাল খেলার যথেষ্ট সামর্থ্য আছে। মাশরাফি বলেন ব্যক্তিগতভাবে প্রতিটি খেলোয়াড়ের ওপর থেকে চাপ কমিয়ে দিতে হবে। ওরা যদি মন খুলে খেলতে পারে, কোনো চাপ না থাকে, তাহলে অবশ্যই ভালো খেলবে। আমাদের সমস্যা হচ্ছে, খেলোয়াড়দের ওপর আমরা অযথা চাপ সৃষ্টি করে দেই। ওই চাপটা কমিয়ে আনতে হবে।