নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপের মাঝ পথে কাঁধের চোটে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ। পুরো টুর্নামেন্টেই এই চোট তাকে ভুগিয়েছে। যার কারণে বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থেকেও বিশ্বকাপ শেষ করেছেন সাদামাটা ভাবেই। এই চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই পেসার। চলতি মাসের ২৮ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের আগে অবশ্য দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। এই সিরিজ শেষে ডিসেম্বরের মাঝামাঝি নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ওই সফরে দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এই অবস্থায় চোটের সঙ্গে লড়াই চালিয়ে বিশ্বকাপ খেললেও নিউজিল্যান্ড সিরিজে ঝুঁকি নিতে চান না তাসকিন।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন কাজী জসিম
পরবর্তী নিবন্ধব্যাটল অফ দ্যা ব্যাচেস ক্রিকেট টুর্নামেন্ট শুরু