নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:০৭ পূর্বাহ্ণ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে গতকাল বুধবার থেকে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে প্রথম দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল রয়েছে চালকের আসনে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা ইতোমধ্যেই ৮ উইকেট হারিয়েছে। বৃষ্টিবিঘ্নিত দিনে ৬৪ ওভার ব্যাট করে তারা স্কোরবোর্ডে রান জমা করেছে ২২৬। পেসার এনামুল হক প্রথম দিনে ৯ ওভার বল করে ৩১ রান খরচায় নেন ৩ উইকেট। আরেক পেসার খালেদ আহমেদের শিকার ৪ উইকেট। দিনশেষে অপরাজিত আছেন ১০৬ বলে ৬৮ রান করা মিচ হে ও ২১ বলে ১১ রান করা ক্রিস্টিয়ান ক্লার্ক।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ ও আইএলওর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধজাতীয় ক্লাব কাপ রাগবি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চাঁন্দগাও স্পোর্টিং ক্লাব