না ফেরার দেশে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:২৮ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে নয়টায় মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মরহুমের স্ত্রী নুর আয়েশা চৌধুরী।

জিয়াউল হক দীর্ঘদিন যাবৎ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। ইতিপূর্বে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পাশাপাশি ইন্ডিয়া ও সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে সর্বশেষে তাঁকে মালয়েশিয়ায় মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক মালয়েশিয়ায় অবস্থানরত জিয়াউল হক চৌধুরী বাবুলের স্ত্রী নুর আয়েশা চৌধুরীকে মুঠোফোনে শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

দৈনিক আজাদীকে এক শোকবার্তায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে লোহাগাড়াবাসী একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও দক্ষ জনপ্রতিনিধি হারালো। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।

জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব এমপি। সাংসদের একান্ত সচিব মোহাম্মদ আবু তৈয়ব মুঠোফোনে উক্ত শোকবার্তা জানিয়েছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিদওয়ানুল হক সুজন।

পূর্ববর্তী নিবন্ধস্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন মিট
পরবর্তী নিবন্ধউখিয়ায় অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার