নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি উৎসব

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে স্কুলের ৫৫ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেছেন, ঐতিহ্যবাহী নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় শিক্ষায়, সংস্কৃতি ও ক্রীড়ায় জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে এবং আগামীতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নেতৃত্বের অবস্থানে থাকবে। তিনি বলেন, বন্দরনগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই স্কুল পুরো দেশের জন্য একটি রোল মডেল হতে পারে। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সমাপনী দিনে মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সরকারের সচিব এবিএম আজাদ, জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম ও মেহরাজ বিলকিস। বক্তব্য রাখেন এ.কে.এম আবদুল হান্নান আকবর, শফিক উল আজম, মনির হোসেন ভূঁইয়া, মো. সিরাজুল হক, এবি জিয়াউদ্দিন হোসেন, আরশাদুজ্জামান খান লিপু, মো. মিনহাজুর রহমান নাসিম, মো. আমজাদ হোসেন। দুদিনব্যাপী এ অয়োজনে ছিল র‌্যাফেল ড্র, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা স্কুলকে একটি আধুনিক ও কার্যকর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামীতে বিজ্ঞান মেলা ও ক্যারিয়ার কাউন্সিলিং কর্মশালা আয়োজন করা হবে বলে জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মপুর আবেদীয়া প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত