নাসিরাবাদ তরুণ সংঘের শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর বেবিসুপার মার্কেটস্থ নাসিরাবাদ তরুণ সংঘ আয়োজিত শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ সুমন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ। উপদেষ্টা মোহাম্মদ আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, খুলশী ওয়ার্ড জামায়াত সভাপতি ইমরান সিকদার, নাসিরাবাদ ওয়ার্ড সভাপতি নুরুন্নবী এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরহাদ ফাহিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে শোভনিয়া ফুটবল একাডেমি
পরবর্তী নিবন্ধভুটানের লিগে সাবিনা, মনিকা ও সুমাইয়ার গোলের বন্যা