নাসিরাবাদে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পূর্ব নাসিরাবাদ কাঁঠাল বাগানে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় শতাধিক রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়। বিএসআরএমের পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্প প্রসঙ্গে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা নারী রোগীদের প্রাধান্য দেওয়ার বেশি চেষ্টা করেছি। দীর্ঘ চার বছর ধরে বিভিন্ন স্থানে আমাদের এই কার্যক্রম চলমান আছে। আমরা এর পরিধি আগে থেকে অনেক বাড়িয়েছি। একজন রোগীর রোগ নির্ণয় থেকে সুস্থ হওয়া পর্যন্ত যত ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন হয় আমরা সর্বাধিক এটি দেওয়ার চেষ্টা করছি। সবার সম্মিলিত সহযোগিতা থাকলে এই স্বাস্থসেবা নিয়ে অসহায় মানুষরা নিশ্চিতভাবে উপকৃত হতে পারবে বলে বিশ্বাস।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মিরাজ, ডা. সিফাত, ডা. হান্নান, ফারুক চৌধুরী ফয়সাল, বাবলা সরকার, প্রমিথ, শহিদুল, সাদিয়া, জাফরিন জেনি, সিফাত, ইমতিয়াজ, জায়েদ, অজয় কর, রানা, ইয়াছিন জনি, অন্তলিন ও অনিক্ষণ বিদ্যুৎ এ সময় সেবা প্রদান করেন। এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতালের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশের আয়োজনে এ সময় স্মাইল বাংলাদেশ পরিচালক নজরুল ইসলাম জয়, স্মাইল বাংলাদেশের সদস্য রাব্বি, রাফি, আকিব, তুহি, টিনা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মুফতি আহমদ কবির আজিজীর বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ওসমান গণি