নাসিরাবাদে কোল্ড স্টোরেজ থেকে ১ মেট্রিক টন জাটকা জব্দ

লাইসেন্স না থাকায় জরিমানা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ জুন, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরের নাসিরাবাদস্থ এনার্জি কোল্ড স্টোরেজ থেকে ১ মেট্রিক টন জাটকা জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। এছাড়া কোল্ড স্টোরেজটিতে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক শামীম আহমেদ, সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরীপ কর্মকর্তা মাহবুবুর রহমান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন।

মো. কামাল উদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, সামুদ্রিক মৎস্য আইন ২০২০ উপধারা () মোতাবেক সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও টেকসই আহরণ নিশ্চিত করতে ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মাছ ও ক্রাশটাসিয়ান্স আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ কর্মসূচি এবং জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে অভিযান চালানো হয়। তিনি বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ (জাটকা) আহরণ, বিক্রয় ও পরিবহণ নিষিদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধএক এসআইয়ের মাথা ফাটালেন আরেক এসআই
পরবর্তী নিবন্ধপ্যারাবন নিধন, হুমকির মুখে সোনাদিয়ার জীববৈচিত্র্য