লোহাগাড়ায় ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং মোটরসাইকেল এর গ্লাস ভাংচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ফতেহ্ আলী মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা, মোটরসাইকেলের গ্লাস ভাংচুরের ঘটনায় উক্ত মামলা দায়ের করা হয়।
চরম্বা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও যুবলীগ নেতা খানে আলম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ১৭ জনের বিরুদ্ধে এবং ৬০-৭০ জন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করে লোহাগাড়া থানার মামলা নম্বর ১৯ (১১) ২৩ দায়ের করেন।
গোপন সূত্রে জানা গেছে, মামলায় উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ (প্রকাশ সাব্বির মেম্বার), সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম হোসাইন, দক্ষিণ জেলা মৎসজীবি দলের আহ্বায়ক জসিম উদ্দিন সহ ৩ ইউপি সদস্য ১ জন পল্লী ডাক্তার, ২জন মাস্টার সহ এজহারনামীয় ১৭ জন সহ ৬০-৭০ জন অজ্ঞাত নামা আসামীর কথা উল্লেখ করে উক্ত মামলা দায়ের করা হয়েছে।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, বিএনপি-জামায়াত চক্র গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ফতেহ্ আলী মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় এবং মোটরসাইকেল এর গ্লাস ভাংচুর চালায়, এই ঘটনায় চরম্বা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও যুবলীগ নেতা খানে আলম বাদী হয়ে এজহারনামীয় ১৭ জন সহ ৬০-৭০ জন অজ্ঞাত নামা আসামীর কথা উল্লেখ করে উক্ত মামলা দায়ের করেছেন, বিষয়টি তদন্তাধীন আছে তাই আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়, তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।