নাশকতা ও প্রতারণা মামলা বাঁশখালীতে গ্রেপ্তার ২

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে নাশকতা ও প্রতারণা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার মাজিরহাট মাইজভান্ডার এলাকার মৃত ওবায়দুল হকের পুত্র মো. আব্দুল্লাহ (৬২)। তাকে প্রতারণা ও মসজিদ দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অপরজন হলেন নাশকতা মামলার আসামি রাকিবুল ইসলাম তালুকদার (১৯)। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীলতার মাধ্যমে নিজেদের তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধআইনি সেবা গরিব ও অসহায়দের দোরগোড়ায় নিয়ে যেতে হবে