নগরীর ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো ছাত্রশিবিরের উত্তর পতেঙ্গা ওয়ার্ডের সভাপতি আরিফ আলী মুরাদ (২২) ও সাথী পর্যায়ের সদস্য শাহরিয়ার ইয়াছিন (৩৩)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন ২০২১ সালের ফেব্রুয়ারিতে নগরীতে সংঘটিত নাশকতার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার আসামি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজিরের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।