নাশকতার মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নাশকতার মামলায় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের খান মোহাম্মদ সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবদুল আজিজ মজিদারপাড়া এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। ২০১৩ সালে জামায়াতশিবিরের একটি নাশকতার মামলায় তার সাজা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আবদুল আজিজকে শুক্রবার (গতকাল) আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখসড়া সাইবার নিরাপত্তা বিল ঢেলে সাজানোর আহ্বান টিআইবির
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে শাহ এমদাদীয়ার দারুল এফতা কর্মশালা