চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাদিয়াকে আমরা হারিয়েছি। এই মৃত্যু একটি হত্যাকাণ্ডের মতো হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নালা-নর্দমা সংস্কার কাজে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে
গতকাল বৃহস্পতিবার খোলা নালায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসায় গেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, দিদারুল আলম, মাহামুদ আলম পান্না, আজাদা বাঙ্গালী, আরিফ মেহেদী, বিএনপি নেতা কামাল পাশা নিজামী, মোশারফ জামান, জানে আলম, মো. ইলিয়াছ, খোরশেদ আলম, জেসমিনা খানম, নজরুল ইসলাম মানিক, শাহ আলম, ইব্রাহিম সওদাগর, আনোয়ার হোসেন, মো. শাহজাহান সওদাগর, মোহাম্মদ ইউনুস, পারভেজ চৌধুরী, শাহাবুদ্দিন, মোহাম্মদ জামাল, বশির উদ্দিন রুবেল, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মো. হারুন, মোহাম্মদ আলমগীর, আফসারুল ইসলাম, সেলিম রেজা, মুরাদুল আলম, মো. মুন্না, মো. ফরিদ, রিপন প্রমুখ।