নালায় সীমানা দেয়াল, ঝর্র্ণাপাড়ায় চসিকের উচ্ছেদ অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় নগরের সরাইপাড়ার ঝর্র্ণাপাড়ার নালা থেকে সীমানা দেয়াল উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে গতকাল এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

চসিকের জনংসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, ঝর্ণাপাড়ায় নালার প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এলাকার পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রতিবন্ধকতা অপসারণ করে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে জানান, সীমানা দেয়ালের কারণেই নালায় প্রতিবন্ধকতা তৈরি হয়।

পূর্ববর্তী নিবন্ধগুঁড়িয়ে দেয়া হলো ইকোপার্কে গড়ে তোলা দুইটি বসতঘর
পরবর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে টেক্সি পুকুরে, রক্ষা পেল মাদরাসার ৬ শিক্ষার্থী