নার্সরা মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন

নার্স দিবসের অনুষ্ঠানে পেয়ারুল

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস গতকাল রোববার নানা কর্মসূচির মাধ্যমে জেলা রেড ক্রিসেন্ট মাঠে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও র‌্যালি। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সিএমও ডা. রোজী দত্তের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শহিদুল ইসলাম পিন্টু, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসাপাতালের ইনচার্জ মো. আবদুল মান্নান, হাসপাতালের চীফ এডমিন অফিসার আশরাফ উদ্দৌলা সুজন, নার্সিং ইনস্টিটিউটের সিনিয়র ইনস্ট্রাক্টর নিয়তি মহাজন, হাসপাতালের মেট্রোন উর্মি বড়ুয়া প্রমুখ। প্রধান অতিথি বলেন, নার্সরা মানুষের সেবায় সেবিকা হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। নার্সিং পরিষেবার পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মের মাধ্যমে আজকের এই নার্সদের সৃষ্টি।

জেনারেল হাসপাতাল : চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে গতকাল রোববার দিবসটির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ ঃ অর্থনৈতিক শক্তিনার্সিং সেবায় ভিত্তি’। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি। এরপর এক র‌্যালি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনঃরায় হাসপাতালে এসে শেষ হয়। হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রাশনা দাশের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স দীপ্তি ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারী) ডা. বিজন কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. রওশন আরা শিমুল ও সহকারী পরিচালক (নার্সিং) ঝর্ণা দত্ত। বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী জেলা হেলথ নার্স সালমা আক্তার, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চায়না রানী শীল ও সিনিয়র স্টাফ নার্স মো. আবদুল মুকিত। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে সরকার নার্সিং পেশাকে এগিয়ে নিতে কাজ করছে। নার্সিং পেশ অত্যন্ত মহৎ ও সেবাধর্মী একটি কাজ। এ পেশাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার নার্সদেরকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করেছেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের সাথে নার্সদের ভালো ব্যবহার, যোগাযোগ ও নিয়মিত উপস্থিতি স্বাস্থ্য বিভাগের সম্মানটুকুও বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের আহ্বান
পরবর্তী নিবন্ধবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য