চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, পুরুষের পাশাপাশি নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর হবে। নারীর ক্ষমতায়ন শতভাগ নিশ্চিত করতে হলে নারীর প্রতি সহিংসতা, নারী-শিশু নির্যাতন, ইভ টিজিং ও বাল্যবিবাহ রোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার সালমা পারভীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিপ্তরের সাবেক উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁইয়া, জাতীয় মহিলা সংস্থার সদস্য কল্পনা লালা। নারীরা কখনও পুরুষদের প্রতিদ্বন্দ্বী নয় মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, সরকারের আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় যোগ্যতার প্রমাণ দিয়ে নারীরা এখন সব পেশায় প্রতিষ্ঠিত। আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ জরুরি।
ঘাসফুল : নারী তার সম্ভাবনা, দক্ষতা কাজে লাগিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে। এ করোনাকালীন সময়ে সমাজের বিভিন্ন সেক্টরের নারীদের অবদান অনস্বীকার্য। নারীর উন্নয়নের জন্য সামাজিক, অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন করতে হবে। নারীকে সাহসের সাথে এগিয়ে আসতে হবে এবং সকলের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাবে। ভেদাভেদ ও বৈষম্যহীন স্বনির্ভর, আধুনিক, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক একটি বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধের স্বপ্ন। নারী-পুরুষের যৌথ উদ্যোগে এবং সহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব।
‘করোনাকালীন নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাদশা মিয়া চৌধুরী রোডস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে বক্তারা এসব কথা বলেন। ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী কেক কেটে দিবসটির দুই পর্বের অনুষ্ঠানমালা উদ্বোধন ঘোষণা করেন। জাহানারা বেগমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফরিদুর রহমান, মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন নিবেদিতা পাল, আবৃত্তি করেন ইমরানা নাসরিন ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন নিবেদিতা পাল, তানজিলা জাহান, ফাতেমা আক্তার, গুলশান আরা, ফরিদা ইয়াসমীন, মল্লিকা দাশ ও জোবায়দা গুলশান-আরা।
পরে ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চলনায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন, সমিহা সলিম। বক্তব্য দেন, রাখেন, ডা. সাদিয়া আফরোজ চৌধুরী, সুরাইয়া জান্নাত এফসিএ, কবিতা বড়ুয়া, প্রফেসর ড. জয়নাব বেগম, সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম, প্রফেসর ড. গোলাম রহমান, ডা. সেলিমা হক, ঝুমা রহমান, জাহানারা বেগম, রেহেনা বেগম, অধ্যক্ষ হোমায়রা কবির চৌধুরী, সেলিনা আক্তার, ফরিদা ইয়াসমীন, নিবেদিতা পাল, শিরিন আক্তার। সঙ্গীত পরিবেশন করেন আদিবা তারান্নুম, আবৃত্তি করেন ইমরানা নাসরিন ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন নিবেদিতা পাল, তানজিলা জাহান, ফাতেমা আক্তার, গুলশান আরা, ফরিদা ইয়াসমীন, মল্লিকা দাশ ও জোবায়দা গুলশান-আরা। এসময় আরো সংযুক্ত ছিলেন শাহানা মুহিত, খালেদা আক্তার, টুটুল কুমার দাশ, সৈয়দ মামুনূর রহমান, জেসমিন আক্তার প্রমুখ।
বিলস : বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগরীর প্রেসক্লাব চত্বরে নারী জমায়েত, র্যালি ও জে এম সেন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ তহুরিন সবুর। বিশেষ অতিথি ছিলেন আইসিএমপিডির কান্ট্রি ডিরেক্টর মো. ইকরাম হোসেন, বিলস-এমটিআরসির উপদেষ্টা এ এম নাজিমউদ্দিন। সভাপতিত্ব করেন বিএফটিইউসির রেখা রানী বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা টিইউসি সভাপতি তপন দত্ত। বিদেশ প্রত্যাগত অভিবাসী নারী শ্রমিকদের নিয়ে বিলস-প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার ডেপুটি ডিরেক্টর মো. আব্দুল মজিদ। বক্তব্য রাখেন নাসরিন আক্তার, নার্গিস আক্তার, তাছলিমা বেগম, নাজমা আক্তার, গোলজার বেগম, শাহানা আক্তার, তামান্না বিনতে আজাদ, ফাহিমা হোসেন। সভা পরিচালনা করেন পাহাড়ী ভট্টাচার্য ও কোহিনুর আক্তার কলি।
মমতা : ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে মমতা’র উদ্যোগে গতকাল সোমবার বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। নগরীর হালিশহরস্থ মমতার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় ও উপ-প্রধান নির্বাহী মো. ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সালমা পারভিন। বক্তব্য রাখেন মমতার উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপিকা পূরবী দাশ গুপ্তা, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মনসুর মাসুদ ও স্বাগত বক্তব্য রাখেন মমতার জেষ্ঠ্য পরিচালক স্বপ্না তালুকদার, ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক নাহিদ ফারহানা ফারুকী। এদিকে একইদিনে নগরীর পাহাড়তলী থানাস্থ সাগরিকা মোড়ে মমতার ডিএসআরডাব্লিউআইএস প্রকল্পের উদ্যোগে নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চসিক মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি, এলপিডিসির সভাপতি কামাল উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
টিইউসি : কর্মক্ষেত্রে নারীদের হয়রানি বন্ধ, ঘরে-বাইরে তাদের সমমর্যদা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নগরীর কাজীর দেউড়িস্থ একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মো. ইফতেখার কামাল খান, কোহিনুর আকতার কলি, কর্মী বড়ুয়া, ফাহিমা হোসেন, বকুল ত্রিপুরা প্রমুখ। সভা শেষে ক্লারা জেটকিন, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দাদের, কবি বেগম সুফিয়া কামাল, তারামন বিবি বীর প্রতীক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, ট্রেন চালক সালমা খাতুন, ১০৪ দেশ ভ্রমণকারী বাঙালি নারীর প্রতিকৃতি বহন ও লাল পতাকা মিছিল সহকারে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর কাজীর দেউড়ি থেকে শুরু করে জামাল খান প্রেসক্লাবে এসে শেষ হয়।
সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, কর্মক্ষেত্রে নারীরা এখনো যৌন হয়রানি, নির্যাতনের শিকার হচ্ছে। একই কাজ করেও সমমজুরী থেকে তারা বঞ্চিত। তিনি নারীদের ঐক্যবদ্ধভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত, হয়রানি বন্ধ, সম অধিকার আদায়ের আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
চন্দনাইশ : ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ শ্ল্লোগানে চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, উপজেলা এনজিও সমন্বয়কারী মো. নুরুল হক চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি ও তথ্য কর্মকর্তা শাপলা খাতুন।