চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী বলেছেন, নারী শিক্ষার মানোন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নারী সহকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য দেন সহকারী মূল্যায়ন কর্মকর্তা ড. শুক্লা রক্ষিত ও সেকশন অফিসার সোমা দাশ।
অনুষ্ঠানে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহিদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ-পরিচালক তাওয়ারিক আলম, সহকারী সচিব মো. সাইফুদ্দিন। সঞ্চালনায় ছিলেন উপ-সচিব মোহাম্মদ বেলাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।