নারী নির্যাতন প্রতিরোধে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয় চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তাফা গতকাল বিকেলে পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো প্রাঙ্গনে বিদ্যানন্দ ফাউন্ডেশন স্থাপিত ‘হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকে নির্যাতিত নারীর কষ্টের কথা’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী কোভিড–১৯ এ বিদ্যানন্দ ফাউন্ডেশন এদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে বিশেষ করে এর সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকার আহার কার্যক্রম এদেশের আপামর জনসাধারণের সহযোগিতায় বিশেষ ভূমিকা রেখেছে যা সকল মহলে প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা বেগম, চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সামিম মোরশেদ, সীমা খাতুন, লুৎমিলা ফরিদ, পরিচালক আকলিমা আক্তার আঁখি, নাসরিন সুলতানা, প্রাক্তন পরিচালক আক্তার বানু ফেন্সি, প্রতিষ্ঠাতা সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সদস্য রোকেয়া রহমান, সারা তানভী, রোকেয়া বেগম, সুর্বণা দে, সৈয়দা আরজুমান সুলতানা, পারভিন আক্তার চৌধুরী, আনোয়ারা বেগম, কানিজ ফাতেমা, হামিদা আক্তার, তানিয়া আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।