নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ কি বাংলাদেশে হবে নাকি রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তার অজুহাত দেখিয়ে অন্য কোথাও সরিয়ে নেবে আইসিসি, সে গুঞ্জনই চলছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বিশ্বকাপ নিয়ে কিছু নেতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে, এই বিশ্বকাপ আসর বাংলাদেশে নাও হতে পারে। কিন্তু বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথা শুনে মনে হচ্ছে, অন্তবর্তীকালীন সরকার নারী টি–টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশে আয়োজনে বদ্ধপরিকর। ওই মেগা ক্রিকেট ইভেন্ট আয়োজনে সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত নতুন সরকার। গতকাল রোববার মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নারী বিশ্বকাপ নিয়ে তিনি এরই মধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছেন। জানা গেছে, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির কয়েকজন পরিচালক গতকাল মন্ত্রণালয়ে গিয়ে নব নিযুক্ত ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি পর্যায় থেকে কিছু কাজ করার আছে। আমি আজকেই এ ব্যাপারে ইউনূস স্যারের (অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস) সঙ্গে কথা বলবো। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একজন ক্রীড়া অনুরাগী ও ক্রীড়াপ্রেমী অভিহিত করে আসিফ মাহমুদ বলেন তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি অবশ্যই এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। সেই সঙ্গে সরকারি পর্যায় থেকে আমরা নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করবো। আমরা ইউএনের সঙ্গেও এ ব্যাপারে কথা বলবো যেন তারা সাজেস্ট করে এবং কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যেন সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়ন আছে, সেগুলো এরমধ্যেই হয়ে যাবে।