রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা ছিদ্দীকার ওপর হামলাকারী বিএনপি নেতা পরিচয়ধারী শহীদ ইসলামকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করার পর গতকাল বুধবার তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইঁয়া।
এর আগে গত সোমবার দুপুরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির প্রয়াত মাদুল ড্রাইভারের ছেলে শহীদ প্রকাশ কালা শহীদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা ছিদ্দীকার অফিসে প্রবেশ করে চেয়ার ছুড়ে মেরে হত্যার চেষ্টা করেছিল–এই অভিযোগে আক্রান্ত ওই নারী কর্মকর্তা থানায় মামলা করেছিলেন।