এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান বলেছেন, আমরা যদি নারী উদ্যোক্তাদের সমস্যা ডিঙিয়ে সম্ভাবনাকে কাজে লাগাতে পারি, তাহলে তাদের সামনে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে। চিটাগাং উইম্যান চেম্বারের কার্যক্রম বাংলাদেশের অন্যান্য উইম্যান চেম্বারের নিকট উদাহরণ স্বরূপ। গতকাল বুধবার চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে আয়োজিত উইম্যান এন্টারপ্রিনারশিপ : চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ইন চট্টগ্রাম রিজিয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং নীতিমালা সহজ করে আর্থিক সেবাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে অনেক নিয়ম শিথিলও করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক আবুল হোসেন বলেন, আমাদের পাহাড়ি অঞ্চলের খালি জায়গাগুলোতে পরিকল্পিতভাবে ফল চাষের উদ্যোগ নিলে এই খাতের আমদানি নির্ভরতা কমে আসবে। তিনি নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার পাশাপাশি ভবিষ্যৎ সচ্ছলতার জন্য সঞ্চয়ের জন্য পরামর্শ দেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ব্যাংক ও উদ্যোক্তাদের মাঝে দূরত্ব কমিয়ে এনে নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংকের আরো সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন।
চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, চাঁদপুর উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মুনিরা আক্তার, রাঙামাটি উইম্যান চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা বেগম, বান্দরবান উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ডনাই প্রু ন্যালী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি লোকপ্রসাশন বিভাগের অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নয়নে নানা ধরনের প্রতিবন্ধকতা, সমস্যা ও সম্ভাবনার কথা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, চিটাগাং উইম্যান চেম্বার চট্টগ্রামের সকল নারী উদ্যোক্তাদের নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধাসমূহ অতিক্রম করার জন্য এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ ব্যাংকসহ সকল সংস্থার সহযোগিতা চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। স্বাগত বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য হেলেনা পারভীজ। প্রেস বিজ্ঞপ্তি।