এ সমাজ আমাকে বলতে দেয়নি,
স্বাধীনভাবে চলতে দেয়নি,
প্রতি পদে পদে বিধিনিষেধের
শিকলে বেঁধেছে মায়াহীন।
সংসার সন্তান সামাজিকতা,
পতিসেবা থেকে আতিথেয়তা।
সব দায় একা কাঁধে নিয়ে আমি
হাসিমুখে থাকি প্রতিদিন।
সবার মুখে হাসি জুগিয়ে,
নিজের ইচ্ছের প্রদীপ নিভিয়ে,
সঙ সেজে করি সংসার ধর্ম।
জীবন কাটাই আশাহীন।
জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ,
যেন দুর্গতিনাশিনীর মতো দশ হাত।
সব দায়িত্ব এই চওড়া কাধে–
শুধু আমার ভুলগুলো ক্ষমাহীন।
পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে,
সমাজ ও দেশের কাজে যাই এগিয়ে।
সংসারের চাকায় দিই টাকার হাওয়া।
তবু দিনশেষে… আমিই মূল্যহীন।
আমি নারী, আমি পারি।
মুখে হাসি, চোখে বারি।
সুখী মানুষের ভূমিকায় অভিনয় করে
আমার কেটে যায় নিশিদিন।