দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিভিন্ন জেলা–উপজেলায় বেড়েছে অপরাধী কর্মকাণ্ড। সেই সাথে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে নারীর প্রতি সহিংসতা, খুন ও ধর্ষণ।
গ্রাম থেকে শহর, দিন থেকে রাত, প্রতিটি মুহূর্তেই চলছে নারীর প্রতি এই অত্যাচার। ৬ বছরের নারী শিশু থেকে শুরু করে ষাটোর্ধ বয়স্ক মহিলারাও রেহাই পাচ্ছে না খুন, নির্যাতন ও ধর্ষণের হাত থেকে। কেন হচ্ছে এই খুন, ধর্ষণ ? কবে বন্ধ হবে? এসব ধর্ষণ, খুন ও নির্যাতনের বিচার কী হবে বাংলার মাটিতে? রাষ্ট্রের কাছে জবাব চাই।
আজ পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে, নারীরা ঘর থেকে বের হতে দ্বিধায় পড়ছে। ঘর থেকে বেরিয়ে তারা শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, বাজার কিংবা হাসপাতালে যাবে কিনা সেটা নিয়ে আজ তারা সংশয় প্রকাশ করছে। দিন যত বাড়ছে, বাংলার আকাশ তত বেশি কালো হচ্ছে। রাতের আঁধারে বেড়েই চলেছে অপরাধী কার্যক্রম। এর থেকে মুক্তি চায় বাংলার জণগণ।
নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।
ইমরান খান রাজ
দোহার, ঢাকা।