‘নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে’

কালীপুরে মহিলা সমাবেশ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাঁশখালীর কালীপুরে চেতনা ১ ও ২ এর উদ্যোগে সমাবেশ গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। চেতনা ২ এর সভাপতি ডালিয়া আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, বিশেষ অতিথি ছিলেন চেতনা ১ এর সভাপতি নিলু নাথ, সাধারণ সম্পাদক শাহিনুর আক্তার, অর্থ সম্পাদক মোতাহারা বেগম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আ ন ম ফরহাদুল আলম, মো. আলা উদ্দিন, মো. মামুন, মো. নোমান, রিপন ভট্টাচার্য প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। এ সরকার নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। নারীকে পিছিয়ে রেখে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সেজন্য বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

পূর্ববর্তী নিবন্ধউত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধওযু করতে গিয়ে পানিতে পড়ে কিশোরের মৃত্যু