৩৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। নগরীর কেইপিজেডস্থ একটি রেস্টুরেন্টে সম্প্রতি ইউনিট কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৩৯নং ওয়ার্ড মহিলা আ.লীগের সভাপতি নাসিমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমানা আক্তার রুমা এবং শাহানা আফরোজের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইপিজেড থানা আ.লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির উদ্দিন, ৩৯নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ডা. হোসেন আহমেদ, এটিএম শামসুল হক, সাবেক কাউন্সিল মো. আসলাম, মহানগর মহিলা আ.লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা। এসময় আরও উপস্থিত ছিলেন, ইপিজেড থানা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক কারুন্নাহার বেবী, নাছিমা বেগম, রোকসানা বেগম, কাবুন্নেছা, বিলকিস আলম, নিলুফা ইয়াসমিন, গীতা সরকার, মায়া কুসুম। সম্মেলনে এ ইউনিটে সভাপতি পদে ফাতেমা নার্গিস কাকন, সাধারণ সম্পাদক রোজি আক্তার, বি ইউনিটে সভাপতি পদে লাকী আক্তার, সাধারণ সম্পাদক রুবি আক্তার, সি ইউনিটে সভাপতি শাহীন আক্তার, সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশীর নাম ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












