উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। স্কুলের ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটায় কোমলমতি শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল দুপুরে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষ এ ঘটনায় যারপরনাই শোকাহত। এরই মধ্যে বসুন্ধরা কিংস এরেনায় সন্ধ্যা ৭টায় শুরু হয় অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। ৭টায় এই ম্যাচ শুরুর আগে বসুন্ধরা কিংস এরেনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ ও নেপালের ফুটবলাররা।
এদিকে বাংলাদেশে টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’ টাইগার দলের পেসার তাসকিন আহমেদ লিখেন, হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি। ওয়ানডে দলের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা। দলের আরেক অলরাউন্ডার শেখ মাহেদি লিখেছেন, ‘মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্য করতে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।’ টেস্ট দলের সাবেক অধিনায়ক মোমিনুল হক লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ট্র্যাজেডি আমাদের সকলকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। মাইলস্টোন কলেজ পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকের সময় আমরা আপনাদের পাশে আছি।’