নারীদের ফ্রিল্যান্সিংয়ে দক্ষ করতে প্রশিক্ষণের বিকল্প নেই

কর্মশালায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) চট্টগ্রাম কমিটির পক্ষ থেকে ২৬ ফেব্রুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রেজাউল করিম। ফ্রিল্যান্সিং ও ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টে নারীদের উদ্বুদ্ধ করার লক্ষে ‘স্বাবলম্বী তারা’ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ক সেমিনারটির পৃষ্ঠপোষকতা করে ‘ব্র্যাক ব্যাংক’ এর বাংলাদেশে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ ‘ব্র্যাক ব্যাংক তারা’। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদেরকে ফ্রিল্যান্সিংয়ে স্বাবলম্বী দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান মোহাম্মদ জাবেদ ইকবাল, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দিন, বিএফডিএসের সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিনহাজুল আসিফ, মিতু কর্মকার, ইব্রাহিম খলিল, মালিহা মাহ্‌জাবীন, রিনা আক্তার, শুভ আহমেদ সানিন, আরাফাত হোসেন, জয় প্রকাশ ঘোষ, বিক্রম কান্তি নাথ, হাসিনুর রহমান হাসিন সহ আরও অনেকে। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির মিনহাজুল আসিফ, হাসিনুর রহমান (হাসিন), শুভ আহমেদ সানিন, বিক্রম কান্তি নাথ, মোঃ আরাফাত হোসেন, মোঃ শোয়েব, ফারুক আহমেদ জনি, জায়েদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরে সর্বোচ্চ অর্জন জামেয়ার
পরবর্তী নিবন্ধলোহাগড়ায় খান ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্প