নারীদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ

চিটাগাং চেম্বারে সভা

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বারে অব ওমেন এন্টারপ্রেনিউরশীপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাবকমিটির প্রথম সভা গত ২ জুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। সাবকমিটির ডিরেক্টর ইনচার্জ, চেম্বার সহসভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে জয়েন্ট কনভেনর সাদমান সাইকা সেফা ও বিবি মরিয়ম, সদস্যদ্বয় মানজুমা মোরশেদ ও ওয়ায়েজা মাসনুন এবং চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক এতে বক্তব্য রাখেন। এ সময় চেম্বার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিরেক্টর ইনচার্জ রাইসা মাহবুব নারী উদ্যোক্তাদের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ‘মুক্তি’ ঋণদান কর্মসূচি চালু করায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। নারীদের উদ্যোক্তা হিসেবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের প্রশিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি ব্যবসা শুরুর জন্য প্রাথমিক করণীয়, ট্রেড লাইসেন্সসহ আমদানিরপ্তানি ও বিভিন্ন লাইসেন্স প্রাপ্তি এবং ভ্যাট ও ট্যাঙ সম্পর্কিত সম্মুখ ধারণা প্রদানের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের নিয়ে চেম্বারের পক্ষ থেকে কর্মশালা আয়োজনের কথা জানান।

বক্তারা নারীদের উদ্যোক্তা হওয়ার বাধাসমূহ দূরীকরণ, পুঁজির সংকট নিরসন এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধি করাসহ নারী উদ্যোক্তাদের এসএমই খাতে সুযোগসুবিধা আরো বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চাকরিজীবী ও ব্যবসায়ী দম্পতির সন্তান লালনপালনে বেবি সিটার ও কেয়ার গিভারের মত বিভিন্ন কাজে নারীদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ আয়োজনসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চেম্বারের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিওসি ৮৬’ মাসিক সভা
পরবর্তী নিবন্ধকাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত