ইউসেপ জেনারেল স্কুল : ইউসেপ জেনারেল স্কুলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কর্মসূচিতে ছিঠ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ। করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা মেনে এবার গুটি কয়েক শিক্ষার্থী উপস্থিত ছিল। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সালেহ জহুর ফাউন্ডেশনের চেয়ারম্যান সোহেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, চেমন আরা বেগম। সভাপতির বক্তব্য রাখেন, ইউসেপ জেনারেল স্কুলের প্রধান শিক্ষক আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক জাহাঙ্গীর আলম।
হাটহাজারী মহিলা সংস্থা : হাটহাজারী পৌরসভার সন্দ্বীপ পাড়া ১ নম্বর ওয়ার্ডে জাতীয় মহিলা সংস্থা হাটহাজারী উদ্যোগে তথ্য আপার উঠান বৈঠক ও ভাতা প্রদান অনুষ্ঠান হাটহাজারী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল রেজভীর সভাপতিত্বে তথ্য কর্মকর্তা ঐন্দ্রিলা চৌধুরী সঞ্চালনায় গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শারমিন ইকবাল রেজভী বলেন, সরকার গ্রামের সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিকে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এতে উপস্থিত ছিলেন তথ্য আপা কর্তিক, তথ্যসেবা সহকারি শারমিন আক্তার হাবিবা আক্তার, অফিস সহায়ক দিয়া ত্রিপুরা, জাতীয় মহিলা সংস্থা অফিস সহায়ক মোহাম্মদ ইসমাইল প্রমুখ। আলোচনা সভা শেষে ৫০ জন গ্রামীণ মহিলাদের মাঝে ভ্রাতা প্রদান ও মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












