নারীদের আইপিএলে সালমা জাহানারাদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:১১ পূর্বাহ্ণ

নারীদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবারের আসরে দুটি ভিন্ন দলের হয়ে খেলবেন বাংলাদেশি ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। আগামী ৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে শুরু হবে এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ। আসরের পর্দা নামবে ৯ নভেম্বর। সালমা-জাহানারা ছাড়াও মোট ১২ জন বিদেশি ক্রিকেটার এতে অংশ নেবেন। এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলবেন সালমা খাতুন। ট্রেইলব্ল্যাজার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। এই দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা। অন্যদিকে গত আসরে ভেলোসিটির হয়ে মাঠে নেমেছিলেন জাহানারা। সেবার ফাইনালে দুর্দান্ত বোলিং করা সত্ত্বেও তার দল রানার্স আপ হয়েছিল। এবারও এই দলের হয়েই মাঠে নামবেন এই অলরাউন্ডার। এই দলের নেতৃত্বে থাকছেন মিতালি রাজ। তৃতীয় দল তথা সুপারনোভাসের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তিন দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। আগামী ৪ নভেম্বর সুপারনোভা ও ভেলোসিটির মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে।

পূর্ববর্তী নিবন্ধজেলার ফুটবলের দায়িত্ব নিজের কাঁধেই নিলেন সভাপতি কাজী সালাউদ্দিন
পরবর্তী নিবন্ধ২৮২ পণ্য এখন বহুমুখী পাটজাতপণ্য