নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নগরের কদম মোবারকস্থ নারীকণ্ঠ পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নারীকণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক শাহরিয়ার ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক সালমা রহমান। প্রয়াত রম্যসাহিত্যিক ফাহমিদা আমিনের মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারীকণ্ঠের উপদেষ্টা ও চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রাক্তন সভাপতি জিনাত আজম। সাহিত্য আড্ডায় স্বরচিত লেখা পাঠে অংশ নেন নারীকণ্ঠের উপদেষ্টা ও সদস্য সালমা রহমান, মহুয়া চৌধুরী, তহুরীন সবুর ডালিয়া, সুলতানা নুরজাহান রোজী, আখতারী ইসলাম, রোকসানা বন্যা, সাহানা আকতার বীথি, জুবিলি রহমান, আসরাফুন্নেসা, শর্মিষ্ঠা চৌধুরী, কানিজ ফাতেমা লিমা। নিজের অনুভূতি ব্যক্ত করেন মমতাজ আকতার। প্রেস বিজ্ঞপ্তি।