হাটহাজারীতে নামীদামি কোম্পানির মোড়ক লাগিয়ে প্রতারণামূলকভাবে বিস্কুট বিক্রির দায়ে এক ভাসমান দোকানদারকে আটক করে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। গত শনিবার পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী ইউ এন ও মো. শাহিদুল আলম জানান, পৌরসভার বিভিন্ন স্থানে কিছু ভাসমান দোকানদার নামী দামী কোম্পানির মোড়ক লাগিয়ে বিস্কুট ও অন্যান্য খাদ্য সামগ্রী দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিল। এই অভিযোগ পেয়ে তিনি গত শানিবার রাতে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একজন ভাসমান দোকানদারকে হাতেনাতে আটক করে। এই সময় প্রতারণার দায়ের দোকান দারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।