নামাজ পড়ে যাওয়ার পথে হাতির হামলায় বৃদ্ধের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পুর্ব নাটমুড়ার এলাকায় বন্য হাতির হামলায় আহত হয়ে আবুল কালাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম পুর্ব নাটমুড়া মোজ্জার বাপের বাড়ির মৃত বশরত আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম গতকাল মঙ্গলবার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হাতির সামনে পড়লে আক্রমণের শিকার হন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুকুরিয়া ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদ আহমদ বলেন, এর আগেও এই এলাকায় হাতির আক্রমণে বিভিন্ন সময়ে ৫ জন মানুষ প্রাণ হারায়। হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ব্যাপারে বনবিভাগের দায়িত্বশীলদের অনেক বার অবহিত করার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে প্রতিনিয়ত হাতির আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে।

পুকুরিয়া বনবিট কর্মকর্তা মো. আশরাফ আলী বলেন, যারা হাতির হামলায় মৃত্যুবরণ করে, যথাযথ নিয়ম মেনে আবেদন করলে তাদের সরকারিভাবে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে ছোড়া গুলিতে কৃষক আহত
পরবর্তী নিবন্ধসিঁদ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণ, আ. লীগ নেতা গ্রেপ্তার