বাঁশখালীর প্রধান সড়কের মনছুরিয়া বাজারের উত্তরে দেলোয়ার কমিশনার ঘাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত টেক্সির ধাক্কায় মো. ছালেহ আহমদ (৯০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. ছালেহ আহমদ বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি ৯ নম্বর ওয়ার্ডের সাতঘর পাড়া এলাকার মৃত মতিউর রহমানের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় মো. ছালেহ আহমদ স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রধান সড়ক পার হতেই সড়কের উত্তর দিক থেকে আসা টেক্সির ধাক্কায় মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে প্রথমে বাঁশখালী হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, নিহত ছালেহ আহমদের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে এবং গতকাল সন্ধ্যায় ৫টার সময় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।