টেকনাফের নাফ নদী থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে ও গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে লাশ ২টি শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, নিহত দুজনের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তারমধ্যে গতকাল সকালে ভেসে আসা লাশটির হাত–পা বাঁধা ছিল। দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ভেসে আসা লাশ দুটি স্থানীয় বাসিন্দাদের নয়। ধারণা করা হচ্ছে, দুজনই মিয়ানমারের বাসিন্দা। সেখানে চলমান সংঘাতের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। লাশ দুটি নাফ নদী হয়ে ভেসে এসেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।