নাফ নদীতে বজ্রপাতে এক জেলের মৃত্যু

উখিয়া-টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকালে টেকনাফ বিওপি’র উত্তর-পূর্ব দিকে অবস্থিত বিআরএম-৭ হতে প্রায় ৫০০ মিটার দূরে নাফ নদীর হেছার খাল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা এবং লালু মিয়ার পুত্র।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ওই জেলের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় এক জেলে বজ্রপাতে মারা গেছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘরের ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা