কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বনবিট কার্যালয়ের ভিলেজার পাড়া এলাকায় এক একর জমি উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে ৫টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৪শ ফুটের টিনের ঘেরা-বেড়াসহ বেশ কিছু অবৈধ স্থাপনা ও ঝুঁপড়ি ঘর পুনরুদ্ধার করা হয়। এ সময় ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. ইলিয়াছ, নাপিতখালী বিট কর্মকর্তা কবির হোসেন, রেঞ্জ ও বিটের কর্মচারী, ভিলেজার এবং সিপিজি সদস্যসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। বনবিভাগ সূত্র জানায়, ভিলেজার পাড়ায় একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি জবর-দখলে নিয়ে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে। এমনকি চারিদিকে টিনের ঘেরাবেড়াও দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।












