চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকার দেড় বছরের এক শিশু আনোয়ারা উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। তার নাম জান্নাতুল মাওয়া।
আজ বুধবার(২ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, ধোপাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ক্যাম্পপাড়া এলাকার প্রবাসী মো. রোকন উদ্দিনের দেড় বছরের কন্যা শিশু জান্নাতুল মাওয়া তার মায়ের সাথে গত ৫ দিন আগে বেড়াতে যায় আনোয়ারা উপজেলার দোভাসী বাজার এলাকাস্থ নানা বাড়িতে।
আজ বুধবার সকাল ১০টায় শিশু জান্নাতুল মাওয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়।
এসময় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়াহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার বিকেলে মারা যাওয়া শিশু জান্নাতুল মাওয়াকে ক্যাম্পপাড়া এলাকায় দাফন করা হয়।