গান, আলোচনা সভা ও বইমেলা আয়োজনের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। গতকাল বৃহস্পতিবার জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি আয়োজন করে এই অনুষ্ঠানের। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান সূচির শুরুতেই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা। এতে সভাপতির বক্তব্যে উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় তার ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই আমাদের সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিক্ষা ও গবেষণা সেক্টরকে এগিয়ে নেওয়ার কথা জানান। প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে তারুণ্যের অনুভূতি ব্যক্ত করেন দুই কৃতী ছাত্রী সাবিহা সালাম ও জিনান সারওয়ার। সেবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি